Panchayat Repoll : মেদিনীপুরের ১০টি বুথ সহ রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা

Panchayat Repoll : মেদিনীপুরের ১০টি বুথ সহ রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা

রবিবার রাজ্য নিবার্চন কমিশন জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। সেই মতো এইদিন রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন চলছে। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। পশ্চিম মেদিনীপুরের মোট ১০টি বুথে চলছে ভোটগ্রহণ।

Panchayat Repoll : মেদিনীপুরের ১০টি বুথ সহ রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা
চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া

মুর্শিদাবাদের ১৭৫টি বুথ, মালদহের ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি, কোচবিহারের ৫৩টি, উত্তর ২৪ পরগনার ৪৬টি, উত্তর দিনাজপুরের ৪২টি, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি, পূর্ব মেদিনীপুরের ৩১টি, হুগলির ২৯টি, দক্ষিণ দিনাজপুরের ১৮টি, জলপাইগুড়ি ১৪টি, বীরভূমের ১৪টি, পশ্চিম মেদিনীপুরের ১০টি , হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে, পশ্চিম বর্ধমানের ৬টি, পুরুলিয়ার ৪টি, পূর্ব বর্ধমানের ৩টি এবং আলিপুরদুয়ারের ১টি বুথে সোমবার পুনর্নির্বাচন হচ্ছে। যদিও ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনও বুথে পুনর্নির্বাচন হচ্ছে না।

আরও পড়ুন:  Panchayet Election : মিড-ডে মিলের টাকায় ভোটকর্মীদের টাকা মেটানোর অভিযোগ, অস্বীকার কমিশনের

Panchayat Repoll : মেদিনীপুরের ১০টি বুথ সহ রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা
বুথে ভোটারদের লাইন

আরও পড়ুন:  Panchayet Election :কমিশন বনাম বিএসএফ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাহিনীর

পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ ব্লকের ১টি বুথে, নারায়ণগড় ব্লকের ৩টি, মোহনপুর ব্লকের ৩টি, মেদিনীপুর সদর ব্লকের ১টি ও সবং ব্লকের ২টি বুথ মিলিয়ে মোট ১০টি বুথে ভোটগ্রহণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবেই চলছে। মেদিনীপুর সদর ব্লকে উদয়পুর প্রাইমারি স্কুলের বুথে সকাল থেকেই ভোটার দের লম্বা লাইন। সাধারণ মানুষ সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোট প্রক্রিয়ায় সামিল হয়েছেন। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাও।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ