Panchayet Election :কমিশন বনাম বিএসএফ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাহিনীর

Panchayet Election :কমিশন বনাম বিএসএফ! নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বাহিনীর

শনিবার রাজ্যপঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতে না মিটতেই রাজ্য নির্বাচন কমিশন বনাম কেন্দ্রীয় বাহিনী বিতর্ক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনে ফোর্স কো-অর্ডিনেটর বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসার সতীশচন্দ্র বুদোকোটির অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। বারবার জানানো সত্ত্বেও স্পর্শকাতর বুথের তালিকা কেন্দ্রীয় বাহিনী পায়নি, ফলে মোতায়েন করা যায়নি বাহিনী।

নির্বাচনে বোমাবাজি, ব্যালট ছিনতাই, প্রিসাইডিং অফিসারকে পিস্তল দেখিয়ে ভয় দেখানো, ব্যালট বাক্স নষ্ট, গুলি চালনা, একের পর এক মৃত্যুর ঘটনার মাঝেই শনিবার দুপুরে বিএসএফের আইজি পদ সতীশচন্দ্র বুদোকোটি চিঠি দেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে৷ চিঠিতে তিনি অভিযোগ করেন, ৬ জুলাই বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনের তরফে স্পর্শকাতর বুথের বিস্তারিত তালিকা দেওয়া হয়নি বাহিনীকে। বারবার লিখিত ও মৌখিক ভাবে জানানোর পরেও তা মেলেনি। সেই কারণে বাহিনী মোতায়েন সম্ভব হয়নি। তাঁর আরও বক্তব্য, জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের একটি তালিকা দেওয়া হলেও ব্লক, পঞ্চায়েত, বুথ নম্বর কোনও কিছুই দেওয়া হয়নি।

আরও পড়ুন:  Panchayet Election : বুথে বোমা-গুলি, শূন্যে গুলি কেন্দ্রীয় বাহিনীর, আক্রান্ত পোলিং অফিসার

অন্যদিকে পাল্টা চিঠি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফে। তাঁর বক্তব্য, ফোর্স কো-অর্ডিনেটরের সঙ্গে নির্বাচন কমিশন সমস্ত রকম সহযোগিতা করেছে। জেলা ভিত্তিক স্পর্শকাতর বুথের তালিকা দিয়ে তার ঠিকানা, ব্লক, বুথ নম্বর ইত্যাদি জেলাশাসক, পুলিশ সুপার, জেলা পঞ্চায়েত অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছিল। এই দোষারোপ ও পাল্টা-দোষারোপ নিয়ে রাজনৈতিক মহলের ও বিরোধীদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃত জটিলতা তৈরি করে কেন্দ্রীয় বাহিনীর স্পর্শকাতর বুথগুলিতে হাজির হওয়া ঠেকাতেই এই ঘটনা।

আরও পড়ুন:  Panchayat Election : এবার আক্রান্ত পুলিশ, কনস্টেবলকে পিটুনির নদিয়ার বুথে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ