- Advertisement -
মঙ্গলবার সকাল থেকে রাজ্যের ২২টি জেলায় ৩৩৯টি ভোট গণনাকেন্দ্রে পঞ্চায়েতের ভোট গণনা শুর হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯টি, পঞ্চায়েত সমিতিতে ৯৭৩০টি এবং জেলা পরিষদের ৯২৮টি আসনের ফলাফল নির্ধারণ হবে। গণনা শুরুর পর থেকে জেলায় জেলার সবুজ ঝড়। সিংহভাগ গ্রাম পঞ্চায়েত আসনেই জয় পাচ্ছে বা জয়ের দিকে এগোচ্ছেন শাসক দলের প্রার্থীরা।
এখনও পর্যন্ত পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১৮,৫১২টি, বিজেপি ২,৩৫৫টি, সিপিএম ৯৭৫টি, কংগ্রেস ৫৩৯টি ও অন্যান্যরা ৫৪২টি আসনে জয়ী এবং এগিয়ে। অন্যদিকে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকের ২১ টি কেন্দ্রে চলছে গণনা। জেলায় তৃণমূল ৮১২টি, বিজেপি ১৬১টি, সিপিএম ২৭টি, কংগ্রেস ১টি ও অন্যান্যরা ১৯টি আসনে জয়ী এবং এগিয়ে।