Panchayet Election : আসন্ন পঞ্চায়েত ভোট, শালবনীতে প্রচারে তৃণমূল

Panchayet Election : আসন্ন পঞ্চায়েত ভোট, শালবনীতে প্রচারে তৃণমূল

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ জুলাই এক দফায় সারা রাজ্যে পঞ্চায়েতের ভোট গ্রহণ। ইতিমধ্যে সমাপ্ত হয়েছে মনোনয়ন পেশ। রাজ্যে দফায় দফায় উপস্থিত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমস্ত রাজনৈতিক দল শুরু করেছে প্রচার। ব্যতিক্রম নয় শাসক দল তৃণমূল কংগ্রেস।

বিগত পঞ্চায়েত নির্বাচনের তুলনায় এই বছর বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন অনেক বেশি। যদিও নির্বাচনে বিপুল জয় নিয়ে আত্মবিশ্বাসী শাসক দল।তৃণমূল কংগ্রেসের তরফে শালবনী ব্লক পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন নেপাল সিংহ। মঙ্গলবার প্রচার করেন শালবনী ব্লক তৃণমূল শিক্ষা সেল ও গোদাপিয়াশাল এলাকার দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী নিবেদিতা ব্যানার্জী, শিক্ষা সেলের তরফে তন্ময় সিংহ, অভিজিৎ ঘোষ, সুব্রত দাস, সঞ্জয় নামহাতা, নির্মল মান্ডি প্রমুখ ও স্থানীয় নেতৃত্বরা।

আরও পড়ুন:  Panchayet Election : ৮২ জন আইএসএফ প্রার্থী পঞ্চায়েত ভোটের বাইরে

নেপালবাবুর বিপক্ষে প্রার্থী সিপিআইএম-এর শান্তি ভুঁই ও বিজেপির তরফে প্রার্থী দিবাকর মান্না। যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা বিভিন্ন প্রকল্প যথা – রূপশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, দুয়ারে রেশন, লক্ষীর ভান্ডার, বিধবা ভাতার প্রভৃতির সুবিধা পেয়েছেন সাধারণ মানুষেরা। ফলে পঞ্চায়েতে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেই জয়যুক্ত করবেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ