Medinipur Result : পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলের বিজয় ডঙ্কা, গ্রাম পঞ্চায়েতে বিপুল জয় নিশ্চিত

Medinipur Result : পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলের বিজয় ডঙ্কা, গ্রাম পঞ্চায়েতে বিপুল জয় নিশ্চিত

রাজ্যপঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা চলছে মঙ্গলবার সকাল থেকে। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের বিজয়রথ এগিয়েছে। গ্রাম পঞ্চায়েতে বিপুল জয় নিশ্চিত করেছে শাসক দল, এগিয়েও রয়েছে অনেক আসনে। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিতেও বিপুল জয়ের দিকে এগোচ্ছে ঘাসফুল শিবির।

শেষ পাওয়া খবরে, গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯টি আসনের মধ্যে তৃণমূল ৩৪,৭২০টি আসনে জয়ী ও এগিয়ে, বিজেপি ৬,৩৫১টি আসনে জয়ী ও এগিয়ে, সিপিএম ২,২০৪টি আসনে জয়ী ও এগিয়ে, কংগ্রেস ১,৬৪০টি আসনে ও অন্যান্যরা ১,৪৯৬টি আসনে জয়ী ও এগিয়ে। টাই হয়েছে ১১৪টি আসনে।
পঞ্চায়েত সমিতির ৯,৭৩০টি আসনের মধ্যে তৃণমূল ১,৬৫৬টি, বিজেপি ৬৫টি, সিপিএম ২৩টি, কংগ্রেস ৩২টি ও অন্যান্যরা ২টি আসনে এগিয়ে।
জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৮১টি ও বিজেপি ১টি আসনে এগিয়ে।

আরও পড়ুন:  Suvendu Adhikari : নির্বাচন কমিশনের অফিসে তালা শুভেন্দুর, হাতে কালো কাপড় বেঁধে ‘কালা দিবস’

পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ২৬ ও বিজেপি ৪টি আসনে এগিয়ে। শেষ পাওয়া খবরে, জেলার গ্রাম পঞ্চায়েতে ৩৮৮১টি আসনের মধ্যে তৃণমূল ১৪৬৭টি আসনে জয়ী ও ৪৭২টি আসনে এগিয়ে, বিজেপি ৩২৮টি আসনে জয়ী ও ১০৮টি আসনে এগিয়ে, সিপিআই ১টি আসনে এগিয়ে, সিপিআই(এম) ৫৪টি আসনে জয়ী ও ২৫টি আসনে এগিয়ে, কংগ্রেস ১টি আসনে জয়ী ও ১টি আসনে এগিয়ে, নির্দল প্রার্থীরা ৪১টি আসনে জয়ী ও ২৩টি আসনে এগিয়ে। টাই হয়েছে ২৯টি আসনে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ