Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৭/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : চিন্তায় ফেলতে পারে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি৷ এর ফলে পেতে পারেন মানসিক আঘাতও। সক্ষম হবেন জেদ এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই পরিস্থিতি থেকে সত্ত্বর বেরিয়ে আসতে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করুন। মনে রাখতে হবে যে, সাফল্য অর্জনের ক্ষেত্রে ভাগ্যের ভূমিকা মাত্র এক শতাংশ এবং বাকিটা নিজেকে তৈরি করতে হবে৷
বৃষ/ Taurus রাশিফল Rashifal : ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতি একটু খারাপ হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং নতুন সম্পর্ক তৈরি করার জন্য আজকের দিনটি ভালো। বাড়িতে সমাগম হতে পারে আত্মীয়-স্বজনদের৷ ছোটোখাট সামাজিক অনুষ্ঠানের দরুন বাড়িতে তৈরি হতে পারে আনন্দমুখর পরিবেশ৷

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বিবাহিত জীবনে অশান্তির সময়। ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে। বদবুদ্ধির জন্য কোনও কাজ নষ্ট হতে পারে। শরীরে কোনও কষ্টের কারণে ব্যবসার দিকে সময় নষ্ট।অর্শ যন্ত্রণা বৃদ্ধি। কাজের দিকে কোনও নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ভারসাম্য বজায় থাকবে কাজ এবং ব্যক্তিগত জীবনে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। আর্থিক লাভ নির্ধারিত হবে আপনার আলস্যের উপর। তবে বুঝে খরচ করাটাই শ্রেয়।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৫/৯/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে৷ পরিবার এবং কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বৃহৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাফল্যের সঙ্গে পালন করতে পারবেন সমস্ত কাজ৷ এর ফলে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষান্বিত হতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখবোধ বাড়তে পারে। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩/৯/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনামে কান দেবেন না।অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। চাকুরীর স্থানে কাজের চাপ বৃদ্ধি।ব্যবসার দিকে সুবুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজে উন্নতির পথে বাধা। পত্নীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। কাজের দিকে শরীরে কষ্টের কারণে অনীহা আসতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। তবে গ্রহের অবস্থান অনুকূল না থাকায় কোনও সমস্যার কার্যকরী সমাধান বের করতে পারবেন না। তাই পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে। বিরত থাকা উচিত কোনও কিছুর প্রত্যাশা করা থেকে৷

x

Latest articles

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

Virat Anushka : ফের বাবা হবেন বিরাট! অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা

ফের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কন্যা সন্তান ভামিকার জন্মের...

Kharagpur Robbery : খড়গপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১, সব মিলিয়ে ধৃত ৬ দুষ্কৃতি

খড়গপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় পলায়নকারী ডাকাত দলের ৫ জনকে শুক্রবারেই গ্রেপ্তার করেছিল পুলিশ।...

আরও খবর

Durga Puja 2023: আগামী বছর দূর্গা পুজো কবে? দেখুন আগামী চার বছরের নির্ঘণ্ট

দোরগোড়ায় বাঙ্গালির সেরা উৎসব দুর্গাপুজো। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। তারপর সবাই মেতে উঠবে...

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ২৯শে সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...