Medinipur: নিখোঁজ ৫ বছরের অরণ্য, নেপুরায় পথ অবরোধ স্থানীয়দের, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

খেলতে খেলতে বাড়ির সামনে থেকেই বেপাত্তা হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতীর নেপুরার বাসিন্দা ৫ বছরের শিশু অরণ্য। তার পরিবারের তরফে গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পথ অবরোধ স্থানীয়দের।

বুধবার পাঁচ বছরের অরণ্য মাঝি বাড়ির সামনেই খেলছিল। শিশুটির মা স্নানে গিয়েছিলেন এবং পরিবারের অন্যান্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মা ফিরে আসার পরে হঠাৎই তার বাড়ির লোকজন খেয়াল করেন অরণ্য আশেপাশে নেই। তখন খোঁজ শুরু হয়৷ কিন্তু অনেক খোঁজ খবর ও তল্লাশির পরেও শিশুটির খোঁজ মেলেনি। পরিবার ও প্রতিবেশীরা স্থানীয় পুকুর ডোবা এমনকি কংসাবতী নদীতেও তল্লাশি চালিয়েছেন। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও খোঁজ মেলেনি অরণ্যের। অন্যদিকে গ্রামবাসী ও শিশুটির পরিজননেরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে শনিবার সকাল থেকে নেপুরার গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থানে বসেন। সৃষ্টি হয় যানজট।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

ইতিমধ্যে গুড়গুড়িপাল থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও গ্রামবাসীদের ক্ষোভের প্রশমন হয়নি। বরং উত্তেজনা বৃদ্ধি পায়। ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত ও অন্যান্য আধিকারিকরা গ্রামবাসীদের সাথে কথা বললেও তাঁরা জেলা পুলিশ সুপারের উপস্থিতি ও প্রতিশ্রুতি দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ