আদিবাসীদের অবরোধ ডেউচা-পাঁচামিতে, ফিরে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার

আদিবাসীদের অবরোধ ডেউচা-পাঁচামিতে, ফিরে গেলেন জেলাশাসক ও পুলিশ সুপার

ডেউচা-পাঁচামিতে আদিবাসীদের অবরোধের জেরে ভেস্তে গেল দেওয়ানগঞ্জ এলাকায় জমিহারা পরিবারের একাংশকে চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক প্রদানের অনুষ্ঠান। এমনকি অবরোধের জেরে গ্রামে প্রবেশ করতেই পারলেন না বীরভূমের জেলাশাসকপুলিশ সুপার।

জানা গিয়েছে, দেওয়ানগঞ্জ এলাকায় জমিহারা পরিবারের একাংশকে নিয়োগপত্র, পাট্টা ও ক্ষতিপূরণের চেক প্রদানের অনুষ্ঠান ছিল সোমবার। কিন্তু অনেক বহিরাগত এলাকায় আসছেন এই দাবি করে বহিরাগতদের এলাকায় প্রবেশ বন্ধের দাবি জানিয়ে আদিবাসীরা অবরোধ শুরু করেন। ডেউচা-পাঁচামি কোল ব্লক এলাকার মথুরা পাহাড়ি , দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন জায়গায় হাতে তীর ধনুক নিয়ে অবরোধে সামিল হন আন্দোলনকারীরা।

আদিবাসীদের অবরোধের ফলে বীরভূমের জেলাশাসক বিধান রায় এবং জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রবেশ করতে পারেননি এলাকায়। প্রশাসনের অনুষ্ঠানটিও বাতিল হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ