Sabang Flood : এখনও জলের তলায় সবং, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার মানুষ

Sabang Flood : এখনও জলের তলায় সবং, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার মানুষ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

নিম্নচাপ জনিত টানা বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের সবং। সবংয়ের বিষ্ণুপুর, ভেমুয়া, মোহাড় প্রভৃতি মোট ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। বিদ্যুৎ ঘটিত বিপদ এড়াতে একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে বিদ্যুৎ দফতর।

প্রশাসন সূত্রে জানা গেছে, সবংয়ের প্রায় ৭০০টির বেশি বাড়ি এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। আবহাওয়ার উন্নতি হলেও, জমা জল নিয়ে বাড়ছে চিন্তা। সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুন মিশ্র জানিয়েছেন, বন্যায় প্রায় ৩০,০০০ মানুষ ক্ষতিগ্ৰস্ত। বন্যায় ১৪৪৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ৯০০০টি মাটির ঘরবাড়ি নষ্ট হয়েছে। ৯৩৬০ হেক্টর জমির ধান এবং পান চাষ নষ্ট হয়েছে। সবং ব্লকের ১৩টি অঞ্চলের প্রায় ৩০০ হেক্টর জলার মৎস চাষ নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪২,৪৫০ জন মৎস্য চাষি এবং পান ও ধান চাষি।

আরও পড়ুন:  Sabang Flood : ত্রাণ শিবিরে খাওয়ানোর দায়িত্ব নিল সবং পুলিশ, একাধিক পদক্ষেপ প্রশাসনের

এছাড়াও ব্লকের গ্ৰামীন সড়ক এবং প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল সড়কের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ মঞ্জুর না হওয়ায় কেলেঘাই কপালেশ্বরি পরিকল্পনা অসম্পূর্ণ রয়েছে। এখন অতিরিক্ত বৃষ্টিপাত ও ডিভিসির ছাড়া জল পরিস্থিতি সঙ্গীণ করে তুলেছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ