Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ। সেই সময় সুকুমার রঞ্জন ঘোষ, প্রফুল্ল মাহাতো, বীরেন্দ্রনাথ সাহু, মিহিরকুমার দণ্ডপাট, মণিদ্রনাথ ষড়ঙ্গী প্রমুখ সাহিত্যপ্রেমী এই পরিষদ গঠন করেন। সৃষ্টির নেশায় সাহিত্য পরিষদ ১৫ টি বছর অতিবাহিত করেছে। ২ রা অক্টোবর, সোমবার সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুলটিকরী হাই স্কুলে। সমগ্র অনুষ্ঠানটি পরিচলনা করেন কবি, ক্রীড়াবিদ ও অন্যকলম পত্রিকার সম্পাদক ভিক্টর মাহাতো। একই সঙ্গে পালিত হলো মহাত্মা গান্ধী, অভেদানন্দজী মহারাজ ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী।

আরও পড়ুন:  Kharagpur Robbery : খড়গপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১, সব মিলিয়ে ধৃত ৬ দুষ্কৃতি

বর্তমানে প্রায় ১০০ জনের কাছাকাছি সদস্য-সদস্যা রয়েছেন পরিষদের ছত্রছায়ায়। কেউ কবিতা, কেউ গল্প, কেউ উপন্যাস সহ আরো অনেক‌ কিছু সৃষ্টি রচনা করে চলেছেন প্রতিনিয়ত। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি প্রদীপ কুমার মাইতি, সম্পাদক হরেন্দ্রনাথ ভৌমিক ও আহ্বায়ক স্বপন পন্ডা সহ অন্যান্য সদস্যরা৷ সাঁকরাইল সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কবি ভিক্টর মাহাতো-র সম্পাদনায় অন্যকলম পত্রিকা প্রকাশিত হয়। এবং কবি বীরেন্দ্রনাথ সাহু এর সম্পাদনায় ‘স্মরণে’ এবং কবি হরেন্দ্রনাথ ভৌমিকের সম্পাদনায় ‘অস্তরাগ’ পত্রিকা প্রকাশিত হয়। এছাড়াও কবি বীরেন্দ্রনাথ সাহু-র ‘বেতার পত্রাবলী’ প্রকাশ হয়।

আরও পড়ুন:  Kharagpur Robbery : জমি থেকে পাকড়াও ডাকাত, ড্রোন উড়িয়ে ধৃত ২, পুলিশি তল্লাশি বাকিদের খোঁজে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কবি সাহিত্যিকগন। তপনেশ চন্দ, সর্বেশ্বর মহাপাত্র, বিশ্বজিৎ পাল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ৭০ জন সাহিত্যিক তাদের লেখা কবিতা, অনুগল্প ও গল্প পাঠ করেন।পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় কবি মিঠু মন্ডল ও ঝুমা দে -কে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ