Kharagpur Robbery : খড়গপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১, সব মিলিয়ে ধৃত ৬ দুষ্কৃতি

Kharagpur Robbery : খড়গপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১, সব মিলিয়ে ধৃত ৬ দুষ্কৃতি

খড়গপুরে সোনার দোকানডাকাতির ঘটনায় পলায়নকারী ডাকাত দলের ৫ জনকে শুক্রবারেই গ্রেপ্তার করেছিল পুলিশ। শনিবার ধান জমিতে তল্লাশি চালিয়ে আরও ১ জনকে ধরা হল। সব মিলিয়ে ধৃত ৬ জন। ধৃতরা প্রত্যেকেই বিহারের বৈশালী জেলার বাসিন্দা। দুষ্কৃতিদের গ্রেপ্তার করে ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ দল। ধৃতদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১ টা নাগাদ খড়গপুরের গোলবাজার এলাকার একটি সুপরিচিত সোনার দোকানে হানা দেয় ডাকাত দল। নিজেদের গাড়িতে এসে তারা প্রথমে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে৷ তারপর বন্দুক, ছুরি বের করে নিজমূর্তি ধারণ করে দুষ্কৃতিরা৷ দোকানের মালিক অসিত দত্ত ও অন্যান্য কর্মচারীদের সামনে বন্দুক ধরে চলে লুটপাট। বাধা দেওয়ায় এক কর্মীর হাতে বসানো হয় ছুরির কোপ। দোকানের মালিক অসিতবাবু চিৎকার করে ওঠায় তাঁর বুকে গুলিচালায় দুষ্কৃতিরা। মুহূর্তে লুটপাট শেষ করে পালায় তারা। গুরুতর আহত অবস্থায় অসিতবাবু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:  Rojgar Mela : খড়গপুর আইআইটিতে চাকরি মেলা, ১৯৭ জনকে দেওয়া হল নিয়োগপত্র

অন্যদিকে ঘটনার খবর পেয়েই এলাকা জুড়ে তল্লাশিতে নামখড়গপুর থানার পুলিশ। ডাকাত দলের সন্ধান পেতেই খড়গপুর থানার পুলিশ ধাওয়া করে তাদের। পুলিশের চোখে ধুলো দিয়ে গোপীবল্লভপুর হয়ে ওড়িশা পালাতে চেষ্টা করে স্করপিও গাড়িতে থাকা ডাকাতেরা। ঝাড়গ্রাম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বেলিয়াবেড়া থানার অন্তর্গত রান্টুয়া এলাকায় ব্যারিকেড তৈরি করে বিশাল পুলিশ বাহিনী। রান্টুয়া এলাকায় পুলিশের ব্যারিকেড দেখে হতচকিত ডাকাত দল গাড়ি ফেলেই জামা কাপড় খুলে ধান জমিতে লুকিয়ে পড়ে। ড্রোন দিয়ে তল্লাশি চালিয়ে শুক্রবারেই ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতরা গৌরব সিং, প্রকাশ কুমার, সুজিত কুমার , নবীন কুমার এবং রোশন কুমার। তাদের জেরা করে ষষ্ঠ জনের খোঁজ মেলে। চিরুনি তল্লাশি চালিয়ে শনিবার সকালে বেলিয়াবেড়া থানার জামুয়াআখনা গ্রাম থেকে অমরজিৎ সিং নামে ডাকাত দলের ঐ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:  Paschim Medinipur : পরিত্যক্ত নবজাতকদের আপন করবে ‘পালনা’, অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের

শুক্রবারে সাংবাদিক বৈঠক করেছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানিয়েছেন, ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। খড়গপুর শহরে রেলের পরিত্যক্ত কোয়ার্টারে বসে ডাকাতির পরিকল্পনা, রেইকি ইত্যাদি করেছিল তারা। ধৃতদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, একটি ছুরি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ