আদিবাসী ধর্মের স্বীকৃতির দাবি, কেন্দ্রের কাছে দরবার করবে রাজ্য

আদিবাসী ধর্মের স্বীকৃতির দাবি, কেন্দ্রের কাছে দরবার করবে রাজ্য

আদিবাসীদের নিজস্ব ধর্ম ‘সারনা’কে কেন্দ্রীয় ভাবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। সূত্রের খবর, এবার মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করে সেই দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে চলেছে রাজ্য সরকার।

জঙ্গলমহলে বিধানসভা ভোটের প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের তরফে আদিবাসীদের নিজস্ব ধর্ম ‘সারনা’কে কেন্দ্রীয় ভাবে সরকারি স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল। জানা গিয়েছে, গত বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পুনরায় সেই বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় পেশ হতে চলেছে প্রস্তাব। তা পাশ করিয়ে কেন্দ্রের কাছে দাবি পেশ করবে রাজ্য সরকার।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্প্রতি দেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়েছিলেন তৃণমূল সহ বিরোধীরা। আগাম নিজেদের তরফে সম্মিলিত ভাবে প্রার্থীও ঘোষণা করেন বিরোধীরা। কিন্তু এরপরেই দলিত সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি জোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি বিজেপির অন্যতম মোক্ষম পদক্ষেপ। মনে করা হচ্ছে, রাষ্ট্রপতি হিসাবে কোনো দলিত সম্প্রদায়ের প্রতিনিধিকে প্রথমবার পেতে চলেছে দেশ। এই পরিস্থিতিতে আদিবাসী-জনজাতির ধর্ম ‘সারনা’র স্বীকৃতি দাবি করে তৃণমূল সরকার পদক্ষেপ গ্রহণ করলে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ