“দিদির দূতেরা মাল কামাচ্ছে, কোথায় টাকা পাওয়া যায় সেই টাকা খুঁজছে”, তীব্র আক্রমণ শুভেন্দুর

"দিদির দূতেরা মাল কামাচ্ছে, কোথায় টাকা পাওয়া যায় সেই টাকা খুঁজছে", তীব্র আক্রমণ শুভেন্দুর

বুধবার ডেবরায় কর্মী সম্মেলনে যোগ দিয়ে একাধিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেসকে ভীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে তীক্ষ্ণ কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, “দিদির দুতেরা মাল কামাচ্ছে, কোথায় টাকা পাওয়া যায় সেই টাকা খুঁজছে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গা আরতি হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে ‘জালি হিন্দু’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বলেন, “বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের দিন ‘জয় শ্রীরাম’ বলার জন্য মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। গঙ্গায় ঝাঁপ দিলেও কোন লাভ হবে না।” বিশ্ব বাংলা কর্পোরেশনের মাধ্যমে টেন্ডার দুর্নীতি হয়েছে দাবি করে আরও বলেন, “মিড ডে মিলটি রাজ্য সরকারের প্রকল্পই নয়। কেন্দ্রের এই প্রকল্প থেকে টাকা ঝাড়েন মুখ্যমন্ত্রী ও তার পারিষদরা।”

আরও পড়ুন:  দল নিয়ে ‘ফেক রিউমার’ ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জুন মালিয়ার

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, “সিমি, পিএফআই, জামাতের মতো নিষিদ্ধ সংগঠনগুলির মুক্তাঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ। সামশেরগঞ্জে পিএফআই মিলিটারি মার্চ করে। সিদ্দিকুল্লা চৌধুরীরা তাদের পরিচালিত মাদ্রাসার বাচ্চাদের নামিয়ে ট্রেন জ্বালান, বাস জ্বালান। এটাতে সিমের যোগ রয়েছে, তাদের তৃণমূল রাজ্যসভায় পাঠায়।” তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে জমি না দেওয়ায় আদিবাসী জনজাতির ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্পের রূপায়ণ সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:  হাতির হানায় জমির আলু ও বাড়ি ধ্বংস, মৃত গবাদি পশু, ধাদিকায় অবরোধ কৃষকদের

রিপোর্ট- অর্পণ ভট্টাচার্য্য, পশ্চিম মেদিনীপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ