“ইডি-সিবিআই রাজনৈতিক অস্ত্র, সাংবিধানিক অস্তিত্ব নেই”, বিজেপিকে তীব্র আক্রমণ অজিত মাইতির

"ইডি-সিবিআই রাজনৈতিক অস্ত্র, সাংবিধানিক অস্তিত্ব নেই", বিজেপিকে তীব্র আক্রমণ অজিত মাইতির

 

তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলার দলীয় বৈঠকের পর ইডি-সিবিআই রাজনৈতিক অস্ত্র বলে উল্লেখ করে বিজেপিকে তীব্র আক্রমন করলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। একই সঙ্গে নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন তিনি।

তিনি অভিযোগ করেন, “কেন্দ্রের সরকার বাংলাকে হেয় করার জন্য রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে।” তিনি আরও বলেন, “ইডি সিবিআই রাজনৈতিক অস্ত্র ছাড়া এখন আর কিছু নয়, এদের সাংবিধানিক অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না।” তার আরও অভিযোগ, “বিজেপির নেতারা লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছে কিন্তু ইডি সিবিআই সেগুলো দেখতে পাচ্ছে না।” সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে প্রশাসনিক সফর। তার আগে সাধারণ মানুষের কাছে তৃণমূল কর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এগুলি তুলে ধরবেন বলে জানিয়েছেন অজিত মাইতি।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

তিনি আরও অভিযোগ করেন, “বিজেপি নবান্ন অভিযানের নামে কোথাও কোথাও নোংরামো অশান্তি করতে পারে।” তৃণমূল কর্মীদের তৈরী থাকার বার্তা দিয়েছেন অজিতবাবু। সাম্প্রতিক সময়ে বিভিন্ন তৃণমূল নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ তাদেরও বার্তা দিয়ে বলেছেন, “যারা দলের নীতির বিরুদ্ধে, দলনেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলবেন তাদের আস্তে আস্তে সাইড লাইনের বাইরে দিয়ে দেবো।” কোনো নাম না করে তিনি সংবাদমাধ্যমের প্রতি অনুযোগ করেন, “কে সাদা খাতা নিয়ে হাজার হাজার চাকরি দিল, কে কো-অপারেটিভ গুলোতে অনৈতিক ভাবে চাকরি করালো তা কারো জল্পনা কল্পনা তে এলো না। আমরা তা নিয়েই মানুষের কাছে যাচ্ছি।”

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

সেই সঙ্গে বিজেপির আসন্ন নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অজিত মাইতি। তিনি বলেন, “বিজেপির নবান্ন অভিযানে ৪ হাজার থেকে ৫ হাজার কেন্দ্রীয় বাহিনী সাদা পোষাকে অ্যাকশন করার জন্য থাকবে।” বিজেপি নবান্ন অভিযানের জন্য মোট ১৫ কোটি টাকা খরচ করছে বলে অভিযোগ করে তার প্রশ্ন, এই টাকা কোন যমুনার জল থেকে এলো।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ