TMC: “গ্রুপবাজি করলে তৃণমূল কংগ্রেসে স্থান হবে না”, হুঁশিয়ারি জুন মালিয়ার

TMC: "গ্রুপবাজি করলে তৃণমূল কংগ্রেসে স্থান হবে না", হুঁশিয়ারি জুন মালিয়ার

দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া। পশ্চিম মেদিনীপুরের চাঁদরায় তৃণমূলের প্রাক পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি সভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উল্লেখ করে জুনের হুঁশিয়ারি, “গ্রুপবাজি করলে তৃণমূল কংগ্রেসে স্থান হবে না।”

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। আগাম প্রস্তুতি শুরু করেছে সব দল। ব্যতিক্রম নয় তৃণমূলও। বিভিন্ন জায়গায় প্রস্তুতি বৈঠক করছে শাসক দল। কিন্তু বিভিন্ন জায়গায় দলে গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ উঠছে। নির্বাচনের আগে আভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণে তৎপর হচ্ছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চাঁদরায় তৃণমূলের প্রাক পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি সভা ছিল। উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া। সেখানেই নিজের বক্তব্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উল্লেখ করে তৃণমূল কর্মীদের কড়া বার্তা দিলেন তিনি। বিধায়িকা বলেন, “একটা কথা আমি খুব স্ট্রিক্টলি আজকে দিদির তরফ থেকে বলতে চাই যে, দয়া করে গ্রুপবাজি বন্ধ করুন। অনেক হয়ে গেছে, আর নয়!” এরপরেই বিধায়িকার হুঁশিয়ারি, “যারা গ্রুপবাজি করবেন তাদের কিন্তু আর তৃণমূল কংগ্রেসে স্থান হবে না!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ