Medinipur: সামনে পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলকে ঘিরে কোমর বাঁধছে তৃণমূল ও বিজেপি

Medinipur: সামনে পঞ্চায়েত ভোট, জঙ্গলমহলকে ঘিরে কোমর বাঁধছে তৃণমূল ও বিজেপি

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। তারই প্রাক্কালে জঙ্গলমহলে নিজেদের রাজনৈতিক ভাবে এগিয়ে রাখতে কোমর বাঁধছে তৃণমূল ও বিজেপি দুই পক্ষই। শুক্রবার একদিকে যখন বিজেপি পঞ্চায়েত ভোট নিয়ে মেদিনীপুরে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত, তখনই শহরে তৃণমূল পঞ্চায়েতি সভা করলো জঙ্গলমহলের মহিলা কর্মীদের নিয়ে।

শুক্রবার তৃণমূলের মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল সভার। উপস্থিত ছিলেন প্রধান বক্তা চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়িকা জুন মালিয়া প্রমুখ মহিলা নেত্রীরা। তৃণমূলের তরফে পঞ্চায়েত নির্বাচনের আগে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নেওয়া হয়েছে। মহিলা কর্মীদের তরফে সেই কর্মসূচি সফল করার বিষয়েই এই দিনের সভায় আলোচনা হয়। মহিলা নেত্রীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঘুরে জনসংযোগও করেন।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

উল্টোদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে শুক্রবার ঝাড়গ্রামপশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে মেদিনীপুরে এক হোটেলে বিশেষ রুদ্ধদ্বার প্রশিক্ষণ বৈঠকের আয়োজন করা হয়। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি পর্বের এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ