Jhargram Train: রেল যাত্রীদের জন্য সুখবর! ঝাড়গ্রাম স্টেশন থেকে পরিবর্তিত সূচীতে ট্রেন

Jhargram Train: রেল যাত্রীদের জন্য সুখবর! ঝাড়গ্রাম স্টেশন থেকে পরিবর্তিত সূচীতে ট্রেন

অবশেষে মান্যতা পেতে চলেছে ঝাড়গ্রামের রেলযাত্রীদের দাবি। দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে আপ ডাউন মিলিয়ে ঝাড়গ্রাম স্টেশনে আগামী ৮ আগস্ট ও ৯ আগস্ট থেকে পরিবর্তিত সূচি মেনে চলবে চার জোড়া ট্রেন

ট্রেনগুলি হল-
০৮০৪৯/০৮০৫০ খড়গপুর-ঝাড়গ্রাম-খড়গপুর মেমু লোকাল। রবিবার ব্যতীত প্রত্যহ সকাল ০৪:১০ মিনিটে খড়গপুর থেকে ছেড়ে সকাল ০৫:০০ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।
তারপর দুপুর ০২:৩০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে বিকাল ০৩:২৫ মিনিটে খড়গপুর পৌঁছাবে।

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

০৮০৬৯/০৮০৭০ সাতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু লোকাল সপ্তাহের শনিবার ও রবিবার ব্যতীত প্রত্যহ সকাল ০৫:৪০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে সকাল ০৮:৩০ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।
এরপর সকাল ০৯:১০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছেড়ে দুপুর ১২:১৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে।

০৮৬৯৭/০৮৬৯৮ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু লোকাল সপ্তাহের রবিবার ব্যতীত প্রত্যহ ভোর ০৫:০৫ মিনিটে ঝাড়গ্রাম থেকে যাত্রা শুরু করে সকাল ০৯:২০ মিনিটে পুরুলিয়া পৌঁছাবে।
এরপর সকাল ১০:০০ মিনিটে পুরুলিয়া থেকে ছেড়ে দুপুর ০২:১৫ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।

আরও পড়ুন:  শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার

০৮০১৫/০৮০১৬ খড়গপুর-ঝাড়গ্রাম-খড়গপুর মেমু লোকাল সপ্তাহের শনিবার ব্যতীত প্রত্যহ ভোর ০৫:১০ মিনিটে খড়গপুর থেকে যাত্রা করে সকাল ০৫:৫৫ মিনিটে ঝাড়গ্রাম পৌঁছাবে।
তারপর রাত ০৯:২০ মিনিটে ঝাড়গ্রাম থেকে যাত্রা করে রাত ১০:১০ মিনিটে খড়গপুর পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ