Breaking news 5/8/2022 4:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 5/8/2022 4:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করে ইডি৷ প্রাক্তন মন্ত্রীর জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী দাবি করেন, পার্থ একজন সাধারণ মানুষ৷ তাঁর বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই৷ তাঁর বয়সও ৭২ বছর৷ ফলে জামিন পেলেও তিনি কোথাও পালিয়ে যাবেন, এমন আশঙ্কা নেই৷ পার্থর জামিনের পক্ষে সওয়াল করে তাঁর আইনজীবী আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যা ঘুষ নিয়েছেন এমন প্রমাণ নেই। যেসব নথি উদ্ধার হয়েছে সেগুলি সব নকল। তল্লাশিতে ওনার কাছ থেকে কোনও টাকাও মেলেনি। উনি নির্দোষ। পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফার কথাও ভাবছেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

গরু পাচার মামলায় মোড় ঘোরানো কোনও তথ্য পেয়েছে সিবিআই? আর সেই তথ্য খতিয়ে দেখতেই কি অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সে বিষয়ে যদিও সিবিআই সূত্রে এখনও তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। বীরভূমের তৃণমূল নেতা তথা অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতেও তল্লাশি চলে। সেই তল্লাশিতেও বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই সব নথির উপর ভিত্তি করেই বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামি সোমবার কলকাতার নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব, কালো পোশাকে দেশজুড়ে প্রতিবাদ- বিক্ষোভ চলছে কংগ্রেসের। শুক্রবার বিজয় চকে কংগ্রেসের মিছিল আটকাল পুলিশ। দিল্লিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস সাংসদদের। একাধিক কংগ্রেস সাংসদকে আটক করল দিল্লি পুলিশ। আটক প্রিয়াঙ্কা গান্ধিও। এদিকে একই দিনে কংগ্রেস সাংসদরাও রাষ্ট্রপতি ভবন অভিযান করেন। কিন্তু পথেই তাঁদের আটকে দেওয়া হয়। সাংসদদের জানানো হয়, রাষ্ট্রপতি ভবন চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ