Medinipur : সংকটজনক কিশোরীর মৃত্যু মেদিনীপুর মেডিকেলে, ভুল অস্ত্রোপচারের অভিযোগে উত্তেজনা হাসপাতাল চত্ত্বরে

Medinipur : সংকটজনক কিশোরীর মৃত্যু মেদিনীপুর মেডিকেলে, ভুল অস্ত্রোপচারের অভিযোগে উত্তেজনা হাসপাতাল চত্ত্বরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ব্যর্থ হল প্রচেষ্টা! মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন কিশোরীর। ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা সৃষ্টি হয় মেডিকেল কলেজ চত্ত্বরে। চিকিৎসায় গাফিলতিঅভিযোগ এনে আইসিইউ বিভাগের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান ঐ কিশোরীর পরিবারের সদস্যরা৷ হাসপাতালে আসেন বিধায়ক দিনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা প্রমুখরা। মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

ঘটনার সূত্রপাত, শুক্রবার৷ ঐদিন সন্ধ্যা ৭টা নাগাদ পেটের অসহ্য যন্ত্রণায় কাতর কিশোরী মেয়ে সুপ্রিয়া রায় (১৩) মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন মেদিনীপুর শহর লাগোয়া কালগাং এলাকার বাসিন্দা গোবিন্দ রায়। পরিবারের দাবি, কোনও রকম টেস্ট না করে পুরাতন ইউজিসি রিপোর্টের ভিত্তিতেই শুক্রবার রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন করা হয় সুপ্রিয়ার। তারপর ফের শনিবার অপারেশন হয়। পরিবারের অভিযোগ ভুল অপারেশন করা হয়েছিল। যদিও হাসপাতাক কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে। রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় কিশোরীর অবস্থা সংকটজনক। রবিবার সকালে ঝাড়গ্রামের এক রোগীকে দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে দেখতে পেয়ে মেয়েকে সুস্থ শরীরে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে মন্ত্রীর পা ধরে মিনতি জানান কিশোরীর বাবা-মা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

এরপর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টে এবং মেদিনীপুর কোতোয়ালি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিজনেরা। রবিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ নাবালিকার মৃত্যু সংবাদ জানায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতাল চত্ত্বরে শুরু হয় বিক্ষোভ। সোমবার মৃত ঐ নাবালিকার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে মেদিনীপুর হাসপাতালের মর্গে। পুরো বিষয় খতিয়ে দেখতে প্রস্তুত রয়েছে বিশেষ মেডিকেল টিম। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ