Durga Puja: অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো

Durga Puja: অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজো

 

অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় পুঁজির কয়দিন নিজের ‘সুদীপার রান্নাঘর’ থেকে ছুটি নিয়ে উৎসবে মেতে থাকেন পুজোর ঘরে। উপলক্ষ্য দুর্গা পূজা। তবে তাঁদের বাড়ির পুজো পাঁচদিনের পরিবর্তে সাত দিনের। চতুর্থী থেকে দশমী পর্যন্ত চলে পুজো।

চট্টোপাধ্যায় পরিবারের এই ঐতিহ্যবাহী পুজো শুরু হয় অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে। পুজো এখনও হয় সেই সময়ে মেনে চলা ‘ত্রিধারা’ রীতিতেই। পঞ্চমী ও ষষ্ঠীর দিন পূজা হয় বৈষ্ণব মতে। সপ্তমীতে পূজা হয় শৈব মতে। পূজা শেষে হয় শাক্ত মতে। ভোগেও থাকে অভিনবত্ব। অষ্টমীতে মাকে অর্পণ করে হয় চালের গুঁড়োর ভোগ। নবমীতে তুলাইপঞ্জী চালের ভোগ ও সঙ্গে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মাংস। দশমীতে পান্তা। ঐতিহ্যবাহী এই পুজোয় দেখা যায় কলকাতা টিভি সিনেমা জগতের অনেক পরিচিত মুখকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ