BRAKING NEWS

Horoscope Today : আজকের রাশিফল ১১/৩/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : অন্যের ওপর ভরসা করা আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির সময়ে অন্যের পরিবর্তে নিজের সিদ্ধান্তকে প্রাথমিক গুরুত্ব দিন। ব্যবসায় মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত কাজে অধিক মনোনিবেশ করতে হবে। জীবনসঙ্গীর পরামর্শ ও সহযোগিতা সবসময় আপনাদের সঙ্গে থাকবে। পরিবর্তিত পরিবেশের কারণে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আর্থিক দিক দিয়ে সাফল্য লাভ করবেন। অন্যের পরামর্শের ওপর বিশ্বাস করার পরিবর্তে নিজের ওপর বিশ্বাস করুন। এর ফলে সাফল্য পাবেন। আজ কোথাও যাবেন না। কর্মক্ষেত্রে সঠিক ম্যানেজমেন্ট ও কর্মচারীদের মধ্যে সঠিক সামঞ্জস্য থাকায় কাজে গতি আসবে। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রাখবেন। মহিলারা নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ ভাবে সচেতন থাকবেন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কোনও পুরনো সমস্যার সমাধান খুঁজে পাবেন। পরিবারের বয়স্কদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাঁদের দেখানো পথে এগিয়ে যান। নিকটাত্মীয়ের সঙ্গে বিবাদ সম্ভব। কারও হস্তক্ষেপে সহজেই এর সমাধান করা যেতে পারে। কর্মক্ষেত্রে সাহস ও আত্মবিশ্বাসের জোরে কোনও আটকে থাকা কাজ সহজে পূর্ণ করতে পারবেন। পারিবারিক ও ব্যবসায়িক জীবনে সামঞ্জস্য থাকবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : কখনই নিজের আত্মবিশ্বাস হারাবেন না। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয় করতে শুরু করুন। অনেক দিন ধরে ভেবে রাখা কাজ আজকের দিনের অবসর সময়ে সেরে নিতে পারেন। নিজের মতামত নির্দ্বিধায় জানান।

Horoscope Today : আজকের রাশিফল ৮/৩/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : আপনার কাছে কেউ সাহায্যের জন্য এলে তাঁকে সাহায্য করুন। আজকের দিনে এই রাশির সিঙ্গেল ব্যক্তিরা মনের মানুষের দেখা পাবেন। আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পক্ষে খুবই উপযুক্ত।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : কোনও অন্য বিষয়ে পরিবারে যে ভুল বোঝাবুঝি চলছে তা আজ কারও হস্তক্ষেপে দূর হতে পারে। বাড়ির কোনও বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে। তবে কোনও লেনদেন করবেন না ও অচেনা ব্যক্তির থেকে পরামর্শ করবেন না। কর্মক্ষেত্রে ভালো ফলাফল লাভ সম্ভব নয়। কাজের সঙ্গে জড়িত কিছু নীতি পরিবর্তন জরুরি। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ইতিবাচক ও সহযোগী থাকবে। স্বাস্থ্যের ওপর পরিবর্তিত পরিবেশের কারণে প্রভাব পড়তে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : ঘরের সৌন্দর্য্য বৃদ্ধিতে ছোটোখাটো পরিবর্তন করুন। আজকের দিনে ফাঁকা সময়ে পার্কে ভ্রমণের সময় কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে আপনার মেজাজ খারাপ হতে পারে। দূরে ভ্রমণের ক্ষেত্রে আপনার শরীর অসুস্থ হতে পারে। তাই আজকের দিনে তা এড়িয়ে যাওয়াই শ্রেয়।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল কোনও খবর আসার সম্ভাবনা। দাঁতের সমস্যা চিন্তা বাড়াবে। অর্থের ব্যাপারে চাপ বৃদ্ধি।

Horoscope Today: আজকের রাশিফল ৯/৩/২০২৩

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : মনে রাখবেন ঈর্ষার কারণে কোনও নিকটাত্মীয় আঘাত পেতে পারে। সন্তানের পড়াশোনার সঙ্গে জড়িত কাজে তাড়াহুড়ো হওয়া সম্ভব। ব্যবসায়িক কাজে গতি কমে আসতে পারে। পরিবারের প্রতি জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্য ভালো থাকতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজের দুর্দশার প্রতি সাহানুভুতিশীল না হয়ে নতুন কিছু জানার জন্য সচেতন থাকুন। আপনার প্রেমিকার অলসতার জন্য আজ আপনার কাজ স্থগিত হয়ে যেতে পারে। আপনার মেজাজের রুক্ষতা আজ আপনার জীবনে ঝামেলার কারণ হয়ে উঠতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আপনার মা বাবার চিন্তার কারণ হতে পারে। দিনের ফাঁকা সময়টি আপনি বন্ধুদের সাথে কাটয়ে কিছু স্মরণীয় মুহূর্ত গড়ে তোলার চেষ্টা করতেই পারেন। ফলত আপনার বন্ধুরা আপনার সহায়ক হওয়ার পাশাপাশি আপনাকেও সর্বদা খুশি রাখার চেষ্টা করবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : অন্যদের উপর বেশি খরচ পরিবারে সমস্যা ডেকে আনবে। আজকের দিনে এই রাশিরজাতক জাতিকারা সকলের চোখের মণি হয়ে উঠবেন। অর্থ ব্যয়ের সময় রসিদের প্রতি খেয়াল রাখেবন।