Piles : অর্শ রোগ কেন হয়, কিভাবে রাখা যাবে নিয়ন্ত্রণে, জানুন এক নজরে

Piles : অর্শ রোগ কেন হয়, কিভাবে রাখা যাবে নিয়ন্ত্রণে, জানুন এক নজরে

 

মলদ্বারের আশপাশ ফুলে গিয়ে মলত্যাগের সময় প্রদাহ, রক্তপাতের সমস্যা হল অর্শ বা পাইলস (Piles)। প্রধানত কোষ্ঠকাঠিন্যের কারণে পেট পরিষ্কার না হলে মলত্যাগে শক্তি প্রয়োগ করতে হয়, ফলে অর্শের (Piles) সমস্যা দেখা যায়।

এছাড়াও পাইলেস অন্যান্য কারণগুলি-
যাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, মেদের কারণে পাইলসের সমস্যা হতে পারে, গর্ভাবস্থায় অনেক মহিলাও পাইলসের সমস্যার সম্মুখীন হন। পাইলসের সমস্যায় মলদ্বারের চারপাশে ফোলা, মলত্যাগের সময় প্রদাহ ও রক্তপাত, মলদ্বারের চারপাশে চুলকানি, প্রভৃতি লক্ষণ দেখা যায়।

আরও পড়ুন:  বিস্কুট খেলে হতে পারে ক্যান্সার, কি বলছে নয়া সমীক্ষা

তবে নিয়ন্ত্রিত জীবনযাপনে ও ডাক্তারের পরামর্শে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। বেশি ফাইবার যুক্ত খাবার খাওয়া, রেড মিট এড়িয়ে চলা, বেশি পরিমাণে জল খাওয়া, প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনে অর্শ নিয়ন্ত্রণে রাখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ