মেদিনীপুর পৌরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদ

মেদিনীপুর পৌরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদ

ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে মিছিল হল মঙ্গলবার। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার সামনে জেলা কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ প্রদর্শন করেন।

ঝালদা পুরসভা নিতে ঘটনা পরম্পরা এখনও অব্যাহত। ২১ নভেম্বর পুরসভায় আস্থাভোটে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। আস্থাভোটে জয়ী হয়ে শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান হিসাবে মনোনীত করে কংগ্রেস। কিন্তু কাউন্সিলর জবা মাছোয়ারকে চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। পরস্পর বিরোধী ঘটনার প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্ট সমস্ত বিষয়ে স্থগিতাদেশ জারি করে আগামী এক মাস ঝালদা পুরসভা পরিচালনার দায়িত্ব পুরুলিয়ার জেলাশাসককে দিয়েছে।

আরও পড়ুন:  বিস্ফোরণে তৃণমূল নেতার ঘর ধূলিসাৎ, অভিষেকের সভার আগেই মৃত ৩

বিরোধীদের অভিযোগ, গণতান্ত্রিক ও সাংবিধানিক পরিকাঠামোকে অস্বীকার করে শাসক দল প্রশাসক নিয়োগের মাধ্যমে ঝালদা পুরসভার নিয়ন্ত্রণ নিজেদেএ অধীনে রাখতে চাইছে। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ইতিমধ্যেই রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন৷ সেই সঙ্গে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে৷ পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের তরফে মঙ্গলবারের বিক্ষোভে নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি সমীর রায়, শম্ভুনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ