AAP: টার্গেট পঞ্চায়েত নির্বাচন, নিয়োগ দুর্নীতিতে পথে নামল আমাদমি পার্টি

AAP: টার্গেট পঞ্চায়েত নির্বাচন, নিয়োগ দুর্নীতিতে পথে নামল আমাদমি পার্টি

গত ২২ জুলাই রাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি হানা দেওয়ার পর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকা, গ্রেফতার করা হয় পার্থ ও অর্পিতাকে। এরপর তদন্তে আসে নয়া মোড়, অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে পাওয়া যায় মোট ৫০ কোটি টাকা। আর্থিক কেলেঙ্কারি ও এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা তথা শিল্প, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় দফতর থেকে অপসারণ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷

এরপরেও থামেনি জল্পনা, বর্তমানে তুঙ্গে বঙ্গ রাজনীতির পারদ। এরই মাঝে এবার শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো আম আদমি পার্টি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে আজ রামলীলা পার্ক থেকে মেয়ো রোডের গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করা হয় আম আদমি পার্টির পক্ষ থেকে। অবিলম্বে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের দুর্নীতি বন্ধের দাবিতে পার্টির পতাকা ও ব্যানার সহযোগে মিছিলে যোগদান করলেন দলের কর্মী-সমর্থকরা।

আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র জানান, ‘ যেভাবে রাজ্য সরকার দিনে দিনে দুর্নীতিটাকে প্রতিষ্ঠান করে তুলেছে তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই ও ধিক্কার মিছিল। রাজ্য সরকারের প্রতিটি বিভাগেই দুর্নীতি হচ্ছে এবং সেগুলি জেনেও মাননীয়া মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যদি দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা-মন্ত্রীদের শীঘ্রই সরকার জেলে না ঢোকোয় তবে জেলায় জেলায় এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ