Lok Sabha 2024 : তৃণমূলের খেলা শেষ, বাংলায় বড় জয় বিজেপির, বলছে সমীক্ষা

Lok Sabha 2024 : তৃণমূলের খেলা শেষ, বাংলায় বড় জয় বিজেপির, বলছে সমীক্ষা

দেশ জুড়ে বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। পশ্চিমবঙ্গেও রাজনৈতিক দলগুলি শুরু করে দিয়েছে প্রচার পর্ব। প্রচার পর্ব থেকে যুযুধান শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপি। কে কোথায় জিততে পারেন সেই সম্ভাব্য আসন সমীক্ষায় চলছে পাটিগণিতের হিসাব। রাজনৈতিক দলগুলির পাশাপাশি কোন আসনে কোন দল শক্তিশালী তা নিয়ে সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদেরও বিশ্লেষণ জারি রয়েছে। কৌতুহল বৃদ্ধি পাচ্ছে আমজনতার। 

এই রাজ্যে মোট লোকসভা আসনের সংখ্যা ৪২টি। গত লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ২২ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জিতেছিল ১৮টি তে। কংগ্রেসের পক্ষে ছিল ২টি আসন। যদিও এবারের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবিপি সি ভোটার সম্প্রতি যে সমীক্ষার ফলাফল সামনে এনেছে তাতে স্পষ্ট, একাধিক আসনে তৃণমূলকে সমস্যায় ফেলতে চলেছে বিজেপি। অনেক কেন্দ্রেই লড়াই হবে হাড্ডাহাড্ডি।

আরও পড়ুন:  ৪৫০ টাকায় গ্যাস দেবে বিজেপি সরকার, প্রতিশ্রুতি শুভেন্দুর

সমীক্ষার ফলাফল অনুযায়ী, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রগুলিতে এগিয়ে সেগুলি – কলকাতা দক্ষিণ, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার, বোলপুর, বর্ধমান পূর্ব, দমদম, হাওড়া, মথুরাপুর, বসিরহাট, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, আসানসোল, বারাসাত, বীরভূম, জঙ্গিপুর, উলুবেরিয়া, যাদবপুর, কলকাতা উত্তর, জয়নগর এবং ঘাটাল।

অন্যদিকে বিজেপি এগিয়ে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কাঁথি, বনগাঁ, আরামবাগ, বিষ্ণুপুর, কোচবিহার, ব্যারাকপুর, বাঁকুড়া, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, জলপাইগুড়ি, মালদা উত্তর, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, হুগলি এবং দার্জিলিং কেন্দ্রে।

আরও পড়ুন:  ভোট প্রচারে একাধিক সন্তান জন্মদানের সপক্ষে এই প্রার্থী

মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে এবারের উত্তেজনা চরমে। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবারেও কংগ্রেস প্রার্থী। তাঁর বিরুদ্ধে বহরমপুরে তৃণমূল প্রার্থী করেছে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ফলে এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। যদিও রাজনৈতিক মহল এগিয়ে রাখছেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকেই। অন্যদিকে সমীক্ষায় মালদা দক্ষিণেও এগিয়ে রাখা হয়েছে কংগ্রেস প্রার্থীকে। সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ২০টি করে কেন্দ্রে যথাক্রমে তৃণমূল ও বিজেপি এবং ২টি কেন্দ্রে কংগ্রেস এগিয়ে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ