Suvaprasanna : ‘পরিবর্তন’ ও ‘মিছিল’ চাইছেন শুভাপ্রসন্ন, জল্পনা রাজনৈতিক মহলে

Suvaprasanna : 'পরিবর্তন' ও 'মিছিল' চাইছেন শুভাপ্রসন্ন, জল্পনা রাজনৈতিক মহলে

রাজ্যপঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে একাধিক এলাকা। চলেছে গুলি। হয়েছে মৃত্যু। লাঠালাঠি, সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ উঠেছে। কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছে শাসক দল। সেই সময়ে ‘তৃণমূলপন্থী’ হিসাবে পরিচিত শুভাপ্রসন্নের গলায় উল্টোসুর। ‘পরিবর্তন’ চাইলেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন:  Panchayet Election : ভোটের দফা বৃদ্ধি হবে না, হাইকোর্টে খারিজ অধীরের আবেদন

সংবাদমাধ্যমের কাছে আক্ষেপের সুরে শুভাপ্রসন্ন বলেন, ‘‘এমনটা ভারতবর্ষের অন্য কোনও রাজ্যে হয় না। তা হলে বাংলায় কেন? বাংলায় রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষ বসুর জন্ম। সেই বাংলা কেন কিছু মানুষের অসংস্কৃত কার্যকলাপে এমন ভাবে পদদলিত হচ্ছে? এখন সময় এসেছে, সরবে মানুষের কাছে বলতে চাই, আমাদের সংস্কৃতির বদল ঘটানো দরকার।” শিল্পী আরও বলেন, ‘‘২০০৮ মনে আছে? অবস্থার পরিবর্তন হয়নি? আমরা পরিবর্তন চাই, সংস্কৃতির পরিবর্তন চাই। সব মিলেমিশে যার যা করার করে যাচ্ছে। মানুষ নিপীড়িত হচ্ছে, রক্তারক্তি হচ্ছে।’’ এখানেই শেষ নয়! তিনি বলেন, “সবার কাছে আমরা আহ্বান করতে পারি। আগে যেমন মিছিল করেছিলাম, তেমন ভাবেই আবার মিছিল করব।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ