Panchayat Election : এবার আক্রান্ত পুলিশ, কনস্টেবলকে পিটুনির নদিয়ার বুথে

Panchayat Election : এবার আক্রান্ত পুলিশ, কনস্টেবলকে পিটুনির নদিয়ার বুথে

শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজি, লাঠালাঠি, গুলিচালনার অভিযোগ উঠেছে আগেই। এবার অভিযোগ উঠলো পুলিশকর্মীকে মারধরের। ঐদিন নদিয়ার গাংনাপুরে কর্তব্যরত কলকাতা পুলিশের এক কনস্টেবলকে ঘিরে ধরে বেধড়ক মারধরের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও GNE Bangla-র তরফে ঐ ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি।

আরও পড়ুন:  ব্যালট পেপার লুট থেকে ব্যালাড বক্স পুকুরে ফেলে দেওয়া, সীমাহীন সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনে

জানা গিয়েছে, গাংনাপুরের স্থানীয় বাসিন্দাদের একাংশ দুই পুলিশ কর্মীকে ঘিরে ধরে মারধর শুরু করেন। স্থানীয় এক জনের বাড়িতে ঢুকে খাটের তলায় লুকিয়ে পড়েন একজন পুলিশ কর্মী। কিন্তু রাজু দাস নামে কলকাতা পুলিশের অপর কনস্টেবলকে জনা তিরিশেক লোক ঘিরে ধরে বাঁশ, লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধরক পেটায়। গুরুতর আহত অবস্থায় তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ