Breaking news 10/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 10/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার ৩০০ কিমি দক্ষিণ-পূর্বে রয়েছে ৷ মঙ্গলবার রাতে উত্তর দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং তারপর ওড়িশার দিকে যেতে পারে ৷ তবে ধীরে ধীরে শক্তি হারানোর সম্ভাবনা রয়েছে, জানাচ্ছে আবহাওয়া দফতর। অশনি সাইক্লোন যেমন যেমন এগোচ্ছে ততই এর ভয়াবহতা ও গতি কম হচ্ছে৷ প্রথমে এর হাওয়ার গতি ছিল ঘণ্টায় ১১০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি৷ কিন্তু এই মুহূর্তে সেটা কমে ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোচ্ছে৷ আগামী সময়ে এর গতি আরও কমার সম্ভবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ মে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার, হাওড়া, কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১২ তারিখ পর্যন্ত নদিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

* কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাই কোর্টে। কলকাতার কম্যান্ড হাসপাতালে মৃত বিজেপি যুবনেতার ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টই এবার জমা হাইকোর্টে। রিপোর্টে স্পষ্ট, গলায় ফাঁস লাগার জেরেই মৃত্যু হয়েছে অর্জুন চৌরাসিয়ার। অর্জুনের দেহে ধস্তাধস্তির চিহ্ন ছিল না বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। সেই রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখল আদালত।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* এবছর সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন হবে। এই সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন সব্যসাচী চক্রবর্তী। ১২ মে থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। ১৫ মে পর্যন্ত চলবে। সেই উপলক্ষ্যে DYFI’এর রাজ্য দফতরে এসেছিলেন তিনি। বারবার ভোটে ভরাডুবি নিয়ে বামপন্থী এই অভিনেতার দাবি, এখন মানুষকে বোঝানো না গেলেও, একদিন তারাই ভুল বুঝবে। তিনি আরও বলেন, মানুষকে বোঝানো যাচ্ছে না, আর সেকারণেই ভোটের বাক্সে তা প্রতিফলিত হচ্ছে না, তবে মানুষ একদিন নিজেরাই এই ভুল বুঝতে পারবে ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

* মঙ্গলবার গুজরাতে দলের এক কর্মসূচিতে যোগদান করেন রাহুল গান্ধি। সেই কর্মসূচির মঞ্চ থেকেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেন,গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ ও ধনীদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন৷ এখন প্রধানমন্ত্রী হিসেবেও মোদি সেটাই করছেন।

* অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এই বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি ২০ বিশ্বকাপ ২০২২ এর আগে ভারত সফর করবে এবং এখানে তারা ভারতের বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। আগস্ট-সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আয়োজন করবে অস্ট্রেলিয়া। এরপর সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবেন তিনি। ম্যাচের তারিখ পরে জানানো হবে। ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, এই সিরিজ থেকেই ক্যাঙ্গারু দল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ