Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করেছে, তেমনই তদন্ত করবে। যার অর্থ, আগামী ১৩ মে পর্যন্ত SSC সংক্রান্ত কোনও মামলায় সিবিআই কোনও পদক্ষেপ করতে পারবে না।

* আসন্ন বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রস্তাব বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে চায় রাজ্য।সেই দিকে লক্ষ্য রেখেই রাজ্যের তরফে নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট গড়ে তুলতে চায় রাজ্য সরকার। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ নয়াচরের প্রতি বর্গমিটার জমি বছরে ১৭০০ কিলোওয়াট সৌর বিকিরণ পায়। বিশেষজ্ঞদের এই মতামতকে গুরুত্ব দিয়েই মুখ্যসচিব মঙ্গলবার নবান্নে এই উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে অচিরাচরিত শক্তি দফতরের আধিকারিকরা ও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

* এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আদি বনাম নব্য দুই গোষ্ঠীর মধ্যে গত রাত থেকে ব্যাপক সংঘর্ষ হয় বেহালার চড়কতলায়। চলে বোমাবাজি এবং গুলিও । এই ঘটনায় পুলিশএখন পর্যন্ত ন’জনকে আটক করেছে।

* এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিনই উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি নামবে। কিন্তু দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার কথা এদিন। সেইসঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পয়লা বৈশাখের আগে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

* লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ এপ্রিল ৮০তম বার্ষিক মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হবে ৷ চলতি বছরের শুরুর দিকে চিরঘুমে শায়িত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর স্মরণে চালু হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান ৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংকে তার মতো একজন উজ্জ্বল ব্যাটসম্যান হওয়ার জন্য তার সাথে তুলনা করা প্রসঙ্গে আইপিএলের চেন্নাই দলের শিবম দুবে বলেছেন, যুবরাজ সিং যে কোনও উজ্জ্বল ব্যাটসম্যানের জন্য আদর্শ। অনেকেই বলে আমি তার মতো ব্যাটিং করি। পরিস্থিতি দেখে আমি অধিনায়ক ও কোচের নির্দেশে যেকোনো ক্রমে ব্যাট করতে প্রস্তুত। শিবম তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য গতরাতে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করার জন্যে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছিলেন, যা তিনি তার বাবাকে উত্সর্গ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ