Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* উপনির্বাচনেও তৃণমূলের জয়জয়কার। বালিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি । ২ নম্বরে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম।

* আসানসোলে ৩ লক্ষের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহার হাত ধরে বিজেপিকে খড়কুটোর মতো উড়িয়ে এই কেন্দ্রের উপনির্বাচনে জয়ধ্বজা উড়ল তৃণমূলের ৷ আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রথমবার আসানসোল দখল রাজ্যের শাসকদলের। আসানসোলের ৭টির মধ্যে ৬টিতে বিধানসভাতে এগিয়ে তৃণমূল।

* বালিগঞ্জের নির্বাচনে চমকে দিল বামেরা। বালিগঞ্জে কেন্দ্রে দ্বিতীয় স্থানে সিপিএম। প্রার্থী সায়রা শাহ হালিমের দাবি, ভোটের হার বেড়েছে অনেকটাই। সব মিলিয়ে এই ভোটের পরে বামেদের পায়ের তলার মাটি আরও শক্তিশালী হচ্ছে বলেই মনে করা হচ্ছে ।বিজেপির ফলাফল বালিগঞ্জে সবচেয়ে খারাপ। প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থানে পদ্মশিবিরের প্রার্থী কেয়া ঘোষ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৬/১১/২০২২

* রাজ্যের দুটি উপ-নির্বাচনে ফলাফল প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে মমতা লিখলেন,’আসানসোল ও বালিগঞ্জে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সমস্ত ভোটারদের জানাই অভিনন্দন। আমাদের মা-মাটি-মানুষের সরকারকে নববর্ষের উপহার দেওয়ার জন্য আপনাদের অভিনন্দন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

* আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ অনুভূত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ