CBI Raid : “নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনা!” বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

CBI Raid : "নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনা!" বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

রবিবার সকালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সেই সঙ্গে কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে ও কৃষ্ণনগর পুরসভাতেও সিবিআই দল তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান। এই পরিস্থিতিতে একাধিক স্থানে সিবিআই হানা নিয়ে কেন্দ্র ও বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের বক্তব্য, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন থেকে নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনা!”

আরও পড়ুন:  Abhishek at at Raj Bhavan : রাতভর ধর্নামঞ্চে অভিষেক, রাজ্যপাল কবে ফিরবেন?

কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের শাসকদলের ইঙ্গিতে রাজ্যের নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিচ্ছে, এই অভিযোগ আগেও এনেছে তৃণমূল। রবিবার সিবিআই হানা নিয়ে কুণাল ঘোষ প্রসঙ্গ টেনেছেন বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচির।কুণাল সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন।’’ তিনি আরও লিখেছেন, ‘‘এখন নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র।’’

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ