Medinipur : ২৬টি হারানো মোবাইল ফিরিয়ে দিল কোতোয়ালি থানা, ‘খোঁজ’ ওয়েব পোর্টালে এসেছিল অভিযোগ

Medinipur : ২৬টি হারানো মোবাইল ফিরিয়ে দিল কোতোয়ালি থানা, 'খোঁজ' ওয়েব পোর্টালে এসেছিল অভিযোগ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলায় হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা৷ মোবাইল হারানো নিয়ে ‘খোঁজ’ ওয়েব পোর্টালের মাধ্যমে এসেছিল অভিযোগ।

চলতি বছরের মে মাসে খোয়া যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে ওয়েব পোর্টাল চালু করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে। ‘খোঁজ’ নামে ঐ পোর্টালের মাধ্যমে থানায় না এসেও সরাসরি ফোন খোয়া যাওয়া সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থা করা হয়। অভিযোগের নম্বর অনু্যায়ী তথ্য ও কেস ট্রাকও করা যাবে এই ওয়েব পোর্টালে।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

সেই ‘খোঁজ’ দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া ২৬টি মোবাইল ফোন বৃহস্পতিবার কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমানের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পুলিশের ‘খোঁজ’ ওয়েব পোর্টালকে সাধুবাদ জানাচ্ছেন উপকৃত জেলাবাসীরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ