“কমিশন অন্ধ ধৃতরাষ্ট্র”, ফলপ্রকাশের পরেই কটাক্ষ বিজেপি-র রাজ্য সভাপতির

"কমিশন অন্ধ ধৃতরাষ্ট্র", ফলপ্রকাশের পরেই কটাক্ষ বিজেপি-র রাজ্য সভাপতির

রাজ্যের বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। প্রত্যেক পুরসভায় বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি শিলিগুড়িতেও জয় পেয়েছে তৃণমূল। ফল স্পষ্ট হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

সোমবার সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে। তারা কেন্দ্রীয় বাহিনী নেবে না আমরা জানি। কারণ, রাজ্য সরকার বারণ করেছে।’ তাঁর কটাক্ষ ভোটের নামে প্রহসন হয়েছে। তাঁর অভিযোগ, “পুরভোটে জনমত প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না। বিধাননগরে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন।”

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

অন্যদিকে দিলীপ বলেন বলেন, ‘‘আমরা আগেই বলে দিয়েছিলাম, ভোট হয়নি। ভোট লুঠ হয়েছে। আর ফলাফলেও দেখা গেল তাই। রাজ্য বিরোধীশূন্য করার জন্য গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া হয়েছে। নির্বাচনের দিনও সব জায়গায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। ভোট ঠিক মতো হয়নি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ