Haldia : “দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে”, নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

Haldia : "দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে", নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের

হলদিয়ার রানীচক মোড়ে শনিবার ছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে। সেখান থেকেই তৃণমূলত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “ইডি-সিবিআই থেকে বাঁচতে দিল্লির কাছে মেদিনীপুরকে বিক্রি করেছে।”

সভা মঞ্চ থেকে অভিষেকের সুর শনিবার প্রথম থেকেই ছিল চড়া। তিনি বলেন, “এই জেলার সর্বেসর্বা বলে যিনি নিজেকে দাবি করতেন তিনি এখন ইডি, সিবিআইয়ের ভয়ে নিজের পিঠ বাঁচাতে দিল্লির তল্পিবাহকতা করে দিনরাত কাটাচ্ছেন।” নাম না করলেও অভিষেকের নিশানা শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন রাজনৈতিক নেতারা। তিনি বলেন, “আজ যারা ভাবছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডি এর পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব। তারা কিছুই করতে পারবে না।” কয়লা কেলেঙ্কারি নিয়ে একাধিক বার তদন্তকারী সংস্থাগুলির ডাক পেয়েছেন অভিষেক ও তাঁর স্ত্রী। অভিষেকের কটাক্ষ, “আমার পেছনে তো ইডি-সিবিআই লাগিয়েছ, কী করতে পেরেছ! কাঁচকলা! তোমার ইডি, সিবিআই আমাকে দু’বার দিল্লিতে ডেকেছে।”

আরও পড়ুন:  Medinipur: বিজেপি যুব মোর্চার কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি, অখিল গিরির গ্রেপ্তারির দাবি

সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিংহ পুনরায় তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন। তার আগে দলে এসেছেন বাবুল সুপ্রিয়। সেই বিষয়টি স্মরণ করিয়েই অভিষেকের বক্তব্য, “আমার মাথা নত করেছ দু’বার। আর তোমার মাথা নথ করেছি আমি দু’বার। তোমার দলের দু’জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূলে যোগ দিয়েছেন। ইডি-সিবিআই দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।”

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

সেই সঙ্গে শুভেন্দু-অনুগামীদের অভিষেকের সতর্কবার্তা, “কে অনুগামী সেজে দলে ঢুকে দলের বারোটা বাজিয়েছো সবই আমি জানি। আমি সরকম ৫-৬ জন অনুগামীকে চিহ্নিতও করেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” সেই সঙ্গে তিন মাসের মধ্যে ঠিকাদারি থাকবে না বার্তা দিয়ে অভিষেক বলেন, “হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে।” এমনকি আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না বলেও ঘোষণা করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ