গ্রেপ্তার রোদ্দূর রায়, মুখ্যমন্ত্রী ও অভিষেক সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

গ্রেপ্তার রোদ্দূর রায়, মুখ্যমন্ত্রী ও অভিষেক সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ

ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে মঙ্গলবার দুপুরে গোয়া থেকে গ্রেপ্তার করা হল ইউটিউবার রোদ্দূর রায়কে।

দিন কয়েক ধরেই কেকের মৃত্যু, রূপঙ্কর বাগচীর কটাক্ষ নিয়ে সরগরম থেকেছে নেটমাধ্যম। তারই মধ্যে সম্প্রতি ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসনকে কটাক্ষ করেন রোদ্দূর। অভিযোগ, সেখানে তিনি কুরুচিকর অপশব্দ প্রয়োগ করেছেন তাঁদের উদ্দেশ্যে। শনিবার রোদ্দূরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ঋজু দত্ত নামে এক ব্যক্তি। নিজেকে তৃণমূলের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে অভিযোগকারী ব্যক্তি চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুরুচিকর ভাবে আক্রমণ ও নেটমাধ্যমে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবারই পুলিশ ট্রানজিট রিমান্ডের জন্য রোদ্দূর রায়কে গোয়ার আদালতে পেশ করবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ