বাংলায় বেসরকারিকরণের পথে স্কুল শিক্ষা! পিপিপি মডেলের ভাবনা রাজ্যে শিক্ষা দফতরের

বাংলায় বেসরকারিকরণের পথে স্কুল শিক্ষা! পিপিপি মডেলের ভাবনা রাজ্যে শিক্ষা দফতরের

রাজ্যের শিক্ষা দফতর স্কুল শিক্ষায় পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেল নিয়ে চিন্তা ভাবনা করছে জানা গিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে এক ইংরেজি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। স্কুল শিক্ষার এই সরকারি-বেসরকারি সংযুক্তিকরন নিয়ে খবরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

সংশ্লিষ্ট ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের স্কুল শিক্ষা দফতর স্কুলগুলিকে সরকারি-বেসরকারি প্রকল্পে স্থানান্তরিত করার ব্যাপারে একটি খসড়া তৈরি করেছে এবং তা সংশ্লিষ্ট অন্যান্য দফতর গুলিতে পরিমার্জনের জন্য পাঠিয়েছে। এরপরে তা রাজ্যের মন্ত্রী সভার কাছে অনুমোদনের জন্য পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, সরকারি স্কুলগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিষেবা দিতে রাজ্য সরকার ক্রমশ অপারগ হয়ে উঠছে। আরও জানা গিয়েছে, ২০১১ সালে প্রথম বার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকার এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিল।

সংবাদ সূত্র- THE TELEGRAPH

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ