এবার বেকারদের চাকরির জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর

এবার বেকারদের চাকরির জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর

এবার বেকারদের চাকরির জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকাররা চাকরি পাক, ছটমাইয়ার কাছে প্রার্থনা বাংলার মুখ্যমন্ত্রীর। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে ছটপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই এই প্রার্থনা করেন তিনি।

এদিন ছটপুজোয় অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। বেকাররা চাকরি পাক। সবাই ভাল থাকে।’ পাশাপাশি, ছটব্রতীদের ধীরে সুস্থে পুজো দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Kharagpur: স্কুলের নির্বাচন হেরে ব্যালট পেপার লুটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

একই সঙ্গে কর্মকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছটপুজোর সময় যেন কোনও অশান্তির ঘটনা যেন না ঘটে। এরজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ভক্তদের কথা মাথায় রেখে এ বার আরও পুকুরের সংখ্যা বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে প্রশাসনকে জানান। এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ ফাদে পা দেবেন না।’

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারীকে ‘হনুমান’ বলে বিতর্কিত মন্তব্য প্রসূন বন্দ্যোপাধায়ের

“এমন চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন”- মমতা বন্দ্যোপাধ্যায়

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ