Medinipur Chhath Puja : ছট পুজোর মঞ্চ ভেঙে মহাবিপদ মেদিনীপুরে

Medinipur Chhath Puja : ছট পুজোর মঞ্চ ভেঙে মহাবিপদ মেদিনীপুরে

ছট পুজোর মঞ্চ ভেঙে মহাবিপদ মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়িকা জুন মালিয়া প্রমুখরা উপস্থিত থাকাকালীন আচমকাই ভেঙে পড়লো মঞ্চ। ঘটনায় আহত হলেন দুই জন।

রবিবার মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর শহরের কাঁসাই নদীর পাড়ে ছট পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরে কংসাবতী নদীর ডি.এ.ভি ঘাটে চলছিল অনুষ্ঠান। হয়েছিল মঞ্চ।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়িকা জুন মালিয়া, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, পুরসভার কাউন্সিলররা, নেপাল সিংহ, সন্দীপ সিংহ প্রমুখরা। সেই সময়ে হঠাৎ ভেঙে পড়ে মঞ্চ৷ অল্প আহত হন দুইজন পুন্যার্থী। তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

যদিও মঞ্চে উপস্থিত জেলাশাসক, পুলিশ সুপার, বিধায়ক, পৌরপ্রধান সহ বিশিষ্টরা নিরাপদেই ভাঙা মঞ্চ থেকে অবতরণ করেন।

Police Day: মেদিনীপুরে পালিত হল পুলিশ দিবস, জেলা পুলিশের একাধিক জনকল্যানমূলক উদ্যোগ

Mamata-Medinipur: উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি, সিদ্ধান্ত মমতার

Medinipur: মর্মান্তিক দুর্ঘটনা মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডে, থেমে থাকা সরকারি বাস গড়িয়ে মৃত ১, আহত ১

Medinipur: বিনু মাঁকড় ট্রফিতে বাংলা দলে মেদিনীপুরের সাগেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ