Lalgarh : রাতের আঁধারে গরু পাচারের অভিযোগ, গ্রেপ্তার ৩, আটক ৪৬টি গরু, বিক্ষোভ স্থানীয়দের

Lalgarh : রাতের আঁধারে গরু পাচারের অভিযোগ, গ্রেপ্তার ৩, আটক ৪৬টি গরু, বিক্ষোভ স্থানীয়দের

রাতের আঁধারে ফের গরু পাচারের অভিযোগ। সোমবার রাতে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার নছিপুর এলাকায় পুলিশ তিনজনকে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার করে। ৪৬টি গরুও বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও স্থানীয়দের অভিযোগ, গরুগুলিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভে নামেন তাঁরা।

আরও পড়ুন:  Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দু’টি পিকআপ ভ্যানে ৪৬টি গরু নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। সেই সময়েই পুলিশ আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলেও ধৃতরা তা দেখাতে পারেননি। এরপরেই শেখ সারাফত, শেখ ইব্রাহিম ও সুমন্ত দাস নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় গরুগুলিকে। গরুগুলিকে নছিপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

আরও পড়ুন:  Medinipur : এবার কি বন্ধ হবে সরকারি স্কুল! জেলায় ৬০১টি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩০ এর কম, ঝাড়গ্রামে ৪৭৯টি

অন্যদিকে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, গরুগুলিকে ভ্যানে নয়, হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে নছিপুর পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, একটি গরু মারা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ