Scam : “১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু”, তালিকা প্রকাশ করে অভিযোগ কুণাল ঘোষের

Scam : "১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু", তালিকা প্রকাশ করে অভিযোগ কুণাল ঘোষের

রবিবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তালিকা প্রকাশ করে শুভেন্দুর বিরুদ্ধে ১৫০ জনকে চাকরি করে দেওয়ার অভিযোগ এনে বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

সিবিআই এবং ইডির তদন্তে নেমেছে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে৷ ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে গিয়েছে হাজার হাজার চাকরি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অনেকে৷ দুর্নীতির সঙ্গে শাসক দল তৃণমূলের যোগসাজশ নিয়ে বিরোধীদের আক্রমণ হচ্ছে অহোরাত্র। সেই পরিস্থিতিতে রবিবার সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ অভিযোগ এনেছেন, ‘‘১৫০ জনকে চাকরি দিয়েছিলেন শুভেন্দু। তাঁর কথায়, নির্দেশে এবং ব্যবস্থাপনায় ১৫০ জনকে চাকরি দেওয়া হয়েছে। তার মধ্যে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে।” আদালতের রায়ে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে ৫৫ জন শুভেন্দু অধিকারীর ১৫০ জনের তালিকায় রয়েছে বলে দাবি করে ৫৫ জনের এক তালিকাও প্রকাশ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন:  Bonny Sengupta : ১০ ঘন্টা জেরার পরেও ফের বনিকে তলব ইডির

কুণাল ঘোষ দাবি করেছেন, চাকরি দেওয়ার খেলায় শুভেন্দু যুক্ত ছিলেন। তালিকার ৫৫ জন সহ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। সঞ্জীব সুকুল বলে এক ব্যক্তিকে শুভেন্দু অধিকারীর ‘দক্ষিণ হস্ত’ বলে উল্লেখ করে তৃণমূল নেতার অভিযোগ, “চাকরি বাতিলের তালিকায় ৫৭৯ নম্বরে রয়েছে সঞ্জীব সুকুলের নাম।” ‘সঞ্জীবকে কে চাকরি দিয়েছিল’ তাও তদন্ত করার দাবি করেছেন কুণাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ