Keshpur: চলছিল বেআইনি টিকিটের ব্যবসা, আরপিএফ-সিআইবি-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার

Keshpur: চলছিল বেআইনি টিকিটের ব্যবসা, আরপিএফ-সিআইবি-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার

বিনা অনুমতিতে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে চলছিল বেআইনি টিকিটের কারবার। রবিবার দুপুরে খড়গপুর সিআইবি, কেশপুর পুলিশমেদিনীপুর আরপিএফ আধিকারিকদের যৌথ আবেদনে ধরা পড়লো এক যুবক। বেআইনি টিকিট সহ মোট ৩,৬৩,৪৯৮ টাকা মূল্যের জিনিস উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, মাসুদ করিম নামে ৩০ বছর বয়সী কেশপুর থানার সোরাই গ্রামের বাসিন্দা এক যুবক মাস ইন্টারন্যাশনাল নামে একটি দোকান চালাচ্ছিল। অভিযোগ, সেখানেই কোনো অনুমতি ছাড়াই টিকিট কেনা বেচা ও বেআইনি টিকিটের কারবার চলছিল। সূত্র মারফত খবর পেয়ে এদিন খড়গপুর সিআইবি, কেশপুর পুলিশ ও মেদিনীপুর আরপিএফ আধিকারিকরা যৌথ অভিযান চালিয়র মাসুদকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

তল্লাশি চালিয়ে ধৃতের দোকান থেকে ৭৪৫০ টাকা মূল্যের চালু টিকিট, ৩,৫২,০২৫ টাকা মূল্যের ব্যবহৃত ই-টিকিট, একটি ল্যাপটপ, মনিটর, সিপিইউ, স্মার্ট ফোন বায়যাপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে সেকশন ১৪৩ রেলওয়ে অ্যাক্ট-০৩ এর অধীনে মেদিনিপুর আরপিএফ এর তরফে মামলা রুজু করা হয়েছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ