Paschim Medinipur : প্রতিভা রাণী মাইতি জেলা পরিষদের নতুন সভাধিপতি

Paschim Medinipur : প্রতিভা রাণী মাইতি জেলা পরিষদের নতুন সভাধিপতি

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হলেন প্রতিভা রাণী মাইতি। এর আগে ২০১৩ সাল থেকে ২০২৩ সাল, দুই দফায় সভাধিপতির দায়িত্ব সামলেছেন গড়বেতার বর্তমান বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এবার জেলা পরিষদের দশম সভাধিপতি হলেন প্রতিভা৷ একই সঙ্গে সহ সভাধিপতি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি।

এবারের নির্বাচনে গড়বেতা থেকে ৫১নং জেলা পরিষদ আসনে রেকর্ড ভোটে জেতেন বিদায়ী সভাধিপতি উত্তরা সিংহ হাজরা৷ যদিও দলীয় মহলের বক্তব্য ছিল, তাঁর পুনরায় সভাধিপতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মে মাসে জেলা শহরে প্রশাসনিক সভায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরার প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাই ধরেই নেওয়া হয়েছিল, এবারে জেলা পরিষদে নতুন সভাধিপতি পেতে চলেছে পশ্চিম মেদিনীপুর।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

নয়া সভাধিপতি হিসাবে দলীয় মহলে নাম উঠছিল অভিজ্ঞ ও বর্ষীয়ান নেত্রী তথা বিদায়ী বোর্ডের নারী, শিশু ও সমাজকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিভা রাণী মাইতির। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির আসনটিও মহিলা সংরক্ষিত। পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের ৬০টি আসনেই জয়ী তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকেই এবার স্বীকৃতি দেওয়া হল।

আরও পড়ুন:  Medinipur : শহরবাসীর জন্য সুখবর, তাঁতিগেড়িয়া রেল ক্রসিংয়ে আন্ডারপাসের ঘোষণা দিলীপের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ