Birendra Setu : বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক বাইক, গ্রেপ্তার ২ দুষ্কৃতি

Birendra Setu : বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক বাইক, গ্রেপ্তার ২ দুষ্কৃতি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর ব্যারিকেড ও পুলিশি প্রহরায় মেদিনীপুরের ধর্মার দিক থেকে খড়গপুরের দিকে পলায়ন কালে বাইক সহ আটক ২ জন ভিন রাজ্যের দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে ভিন রাজ্যের একাধিক নকল নম্বর প্লেট , ৩টি মোবাইল, সোনার গহনা এবং ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

মেদিনীপুরের বীরেন্দ্র সেতুতে চলছে লোড টেস্টিংয়ের কাজ। বন্ধ রয়েছে সেতুর উপর চলাচল। রয়েছে ব্যারিকেড ও পুলিশি প্রহরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯ টা নাগাদ ৬০নং জাতীয় সড়ক ধরে তীব্র গতিতে বাইকে করে দুই জন যুবক ধর্মার দিক থেকে খড়গপুরের দিকে আসার সময় বীরেন্দ্র সেতুর ব্যারিকেডে আটক হয়। তাদের প্রতি প্রহরারত পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় শুরু হয় জিজ্ঞাসাবাদ। চলে তল্লাশি। তল্লাশি চালাতেই বের হয়ে পড়ে ভিন রাজ্যের একাধিক নকল নম্বর প্লেট , ৩টি মোবাইল, সোনার গয়না এবং ৬০ হাজার টাকা। এছাড়াও উদ্ধার হয় একাধিক বাইকের চাবি, বিভিন্ন ধরনের রেঞ্জ ও স্ক্রু ড্রাইভার। পুলিশ রঙ্গ প্রধান ও করণ রাও নামে আটক দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, ধৃতরা আর্ন্তরাজ্য বাইক চুরি ও পাচারের সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

আরও পড়ুন:  Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ