Ghatal: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টে গেল বাস, আহত একাধিক

Ghatal: ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টে গেল বাস, আহত একাধিক

পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে শনিবার সকালে উল্টে গেল অত্যন্ত দ্রুতগতিতে থাকা তমলুকগামী বাস। ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন, আশঙ্কাজনক বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘাটাল থেকে তমলুকগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে অপর একটি বাসকে অতিক্রম করতে যায়৷ সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাটি ঘটে দাসপুর থানার জগন্নাথপুর এলাকায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে। বাসটি উল্টে একটি বড় গাছে আটকে যাওয়ায় দুর্ঘটনার মর্মান্তিক হয়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কিছু যাত্রীর অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। যাত্রীরা অনেকে তাকে সতর্কও করেছিলেন। কিন্তু কর্ণপাত করেননি বাস চালক৷

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

দাসপুর থানার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷ বাসের বেশির ভাগ যাত্রীই কমবেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘাটাল মহকুমা হাসপাতালে চারজন ভর্তি এবং তিন জন পাঁশকুড়া হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের আঘাত গুরুতর না হলেও এক কিশোরী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল মহকুমা হাসপাতালে আহতদের দেখতে যান। ঘটনার ফলে ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়৷

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ