Panchayat Election : গড়বেতায় ব্যালট বক্স ভাঙলো, ভীতসন্ত্রস্ত পরিস্থিতি পোলিং অফিসারদের

Panchayat Election : গড়বেতায় ব্যালট বক্স ভাঙলো, ভীতসন্ত্রস্ত পরিস্থিতি পোলিং অফিসারদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রাজ্যে আজ শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। যা কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। বোমাবাজি থেকে গুলিচালনার অভিযোগ উঠেছে। হয়েছে মৃত্যুও। এবার গড়বেতায় ভাঙলো ব্যালট বক্স। পোলিং অফিসাররা ভীতসন্ত্রস্ত পরিস্থিতিতে।

এইদিন সকাল থেকে রাজ্যের অন্যান্য জায়গার মতোই ভোটগ্রহণ চলছিল গরবেতার কাষ্ঠকুড়াতে। অভিযোগ, সেই সময়ে বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকেদের মধ্যে সংঘর্ষ শুরু হয় ১৩১ নম্বর বুথে। অভিযোগ, ব্যালেট বাক্স বাইরে এনে শুরু হয় ভাঙা ও সমস্ত ব্যালট পেপার লুট। পোলিং অফিসাররা ভীত সন্ত্রস্ত হয়ে লুকিয়ে পড়েন। তাঁরা নতুন করে আর ভোট নেবেননা বলে জানিয়েছেন।

আরও পড়ুন:  এতো বিবাদ, শত্রুতার মাঝেও এদের সবার একটাই লক্ষ্য “জনগনের উন্নয়ন”

সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন ঐ ১৩১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার লালটু মাইতি। তিনি বলেন, “সকাল থেকে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছিল। হঠাৎই দুই দল ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে এসে মারামারি শুরু করে। আমরা কোনও রকমে প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছি।” কান্না ভেঙে পড়ে তিনি জানান, তাঁরা খুবই আতঙ্কিত ও ভোটগ্রহণে অপারগ। তাঁদের সেখান থেকে উদ্ধার করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ করেছেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ