“বড় দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী নিজেই”, তীব্র আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিধানসভায় নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। শুভেন্দুর উদ্দেশ্যে কটাক্ষ ধেয়ে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

মঙ্গলবার জেলা পূর্ব মেদিনীপুর বামফ্রন্টের ডাকে তমলুকে পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, অনাদি সাউ, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি প্রমুখরা। সেখানে কর্মসূচির শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সুজন চক্রবর্তীর কটাক্ষ, “আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে তাহলে তাঁর আমলে শুভেন্দু অধিকারী মন্ত্রী থাকাকালীন যে যে দুর্নীতি হয়েছে তা আপনি তদন্ত করান ও পারলে জনসমক্ষে প্রকাশ করুন।”

আরও পড়ুন:  বাম-বিজেপি জোট সমবায় সমিতির নির্বাচনে, ১২ সদস্যকে বহিষ্কার সিপিএমের

সুজন চক্রবর্তী আরও বলেন, “দিদিমণি বলছেন দাদামনি করেছেন, দাদামনি তখন সরকারে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন শুভেন্দু দুর্নীতি করেছেন। তাহলে সেই সব দায় কার? মুখ্যমন্ত্রীর তো! শুভেন্দু, রাজীবদের থেকে বড় দুর্নীতিবাজ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই।” তাঁর কটাক্ষ, “কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যাচ্ছে। তা কার পয়সায় যাচ্ছে? মানুষের ট্যাক্সের টাকায় দুর্নীতিকে চাপা দিতে যাচ্ছে, এটা হয় কখনও! ওরা সিঙ্গেল করুক, ডবল করুক, ডিভিশনে যাক, উডবার্ণে যাক ধরা ওরা পড়বেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ