BRAKING NEWS

Paschim Medinipur : রাজ্য সড়কে দুর্ঘটনা, দু’টি লরির মুখোমুখি সংঘর্ষ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

রবিবার সকালে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বরদা চৌকনে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক লরির চালক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন সকালে রাজ্য সড়কে চন্দ্রকোনা থেকে ঘাটালের দিকে যাওয়া একটি লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি ধাক্কা লাগে। ঘাটালের বরদা চৌকন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের অনুমান, এক ট্রাক চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই আহত ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এই ঘটনায় রবিবার সকালে এলাকায় রাজ্য সড়কের উপর যানজটের সৃষ্টি হয়। ঘাটাল থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ ট্রাক দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত ট্রাক চালক ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply