BRAKING NEWS

Paschim Medinipur : সবংয়ে রাস্তা নির্মাণের সূচনা মন্ত্রী মানস ভুঁইয়া

চিফ রিপোর্টার – অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে শনিবার রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। সবং থেকে খড়িকা পর্যন্ত আট কিলোমিটার রাস্তা নির্মিত হবে।

এইদিন ‘দিদির দূত’ হিসেবে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে সারতা পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান মানস ভুঁইয়া। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের সূচনা করেছেন। তারই মাধ্যমে প্রায় ১ কোটি ৬১লক্ষ টাকা ব্যয়ে সবং থেকে খড়িকা পর্যন্ত আট কিলোমিটার রাস্তা নির্মিত হতে চলেছে৷ সেই নির্মান কাজের সূচনা করেন মন্ত্রী মানস।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আবুকালাম বক্স, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ ভূঁইয়া প্রমুখরা। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে সবং, নওগা, দণ্ডরা, দশগ্রাম, চাউলকুড়ি ও সারতা পঞ্চায়েত এলাকার মানুষজন উপকৃত হবেন।

Leave a Reply