Sukanya Mandal: অনুব্রতর কন্যা-ভাই-ভাইপো সহ ৬ জনকে আদালতে তলব, বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

Sukanya Mandal: অনুব্রতর কন্যা-ভাই-ভাইপো সহ ৬ জনকে আদালতে তলব, বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল, ভাই ও ভাইপো সহ মোট ৬ জন ঘনিষ্ঠকে বৃহস্পতিবার সমস্ত নথি সহ দুপুর তিনটের মধ্যে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের টেট পাশ করা নিয়ে সংশয় সংক্রান্ত হলফনামার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তাঁদের আদালতে হাজির হওয়া নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলায় এখন সিবিআই তদন্ত চলছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম অতিরিক্ত হলফনামা জমা দিয়ে এদিন দাবি করেন, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, ভাইপো সাত্যকী মণ্ডল, নেতার পিএ অর্ক দত্ত ছাড়াও দুই ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী ও সুজিত বাগদি মিলিয়ে মোট ৬ জন টেট পরীক্ষা পাশ না করেই প্রাথমিক স্কুলের শিক্ষক রূপে চাকরি পেয়েছেন।

আরও পড়ুন:  উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধ, স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এই হলফনামার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বৃহস্পতিবার বিকেল তিনটের মধ্যে উক্ত ছয় জনকে টেট পাশের সার্টিফিকেট, নিয়োগপত্র ও অন্যান্য নথি সহ হাইকোর্টে হাজির হতে হবে। সেই সঙ্গে তাঁদের হাজিরা নিশ্চিত করতে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পুলিশ সুপারের সঙ্গে নির্দেশ সংক্রান্ত সমন্বয় স্থাপনের নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ