Kharagpur: খোদ কাউন্সিলর দিনের বেলায় নিরাপদ নন শহরে! মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই হার

Kharagpur: খোদ কাউন্সিলর দিনের বেলায় নিরাপদ নন শহরে! মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই হার

দিনের বেলাতেও রেল শহরের নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন। সাধারণ কোনো নাগরিক নন, ছিনতাইবাজের খপ্পরে পড়লেন খোদ কাউন্সিলর। শুক্রবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে খড়গপুর গ্রামীণের চৌরঙ্গী এলাকায়।

জানা গিয়েছে, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপেন্দু পাল ও তাঁর স্ত্রী তথা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী পাল বাইকে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাঁদের পথ আটকায় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে কাউন্সিলরের গলা থেকে সোনার হার ছিনতাই করে পালায়। তাঁরা খবর দেন পুলিশে। নাকা চেকিং এ শুরু হয় তল্লাশি। দুষ্কৃতীদের বাইকের নম্বর প্লেটের তথ্য থাকায় নাকা চেকিং এ ধরা পড়ে দুষ্কৃতীরা।

আরও পড়ুন:  Kharagpur: ৬৭ তম রেলসপ্তাহ পালন, পুরস্কৃত হলেন খড়গপুর ডিভিশনের ৪১২ জন রেলকর্মী

ধৃত দুই দুষ্কৃতী গোপাল জানা ও গোরা সাউ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড কার্তুজ, চুরি যাওয়া ওই সোনার হারের পাশাপাশি আরো একটি সোনার হার উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার খবর মেলার ২০ মিনিটের মধ্যে পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেন। উদ্ধারকারী পুলিশ কর্মীদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার।

আরও পড়ুন:  Elephant Attack: হরিয়াতাড়ায় হাতির হানা, ভাঙলো মাটির বাড়ি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ